তারাগঞ্জে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০০ পিএম
তারাগঞ্জে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কাবিটা প্রকল্পের আওতায় একটি সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।  প্রকল্পটির নাম “হাড়িয়ারকুঠি কিসামত মেনানগর তেলিপাড়া ছাদেক হাফেজের বাড়ী হতে ফজলুর বাড়ী অভিমুখি রাস্তা সংস্কার ও ইঋঝ করণ”।যার সভাপতি হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজার রহমান। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ চলমান থাকলেও নির্ধারিত প্ল্যান ও স্টিমেট অনুসরণ করা হচ্ছে না। রাস্তা নির্মাণে উন্নতমানের ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে ভাঙা ও নিম্নমানের ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মাণে ও রাস্তা বিএফএস করণ কাজে ব্যবহৃত হচ্ছে ভাঙা ও নিম্নমানের ২ নম্বর ইট। স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজ ২নং সার্টি ইট আর অদক্ষ মিস্ত্রি দিয়ে করানো হচ্ছে, যেখানে মান নিয়ন্ত্রণের কোনো বালাই নেই।

তেলিপাড়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“এটা কোনো ভালো কাজ না। সার্টি ভাঙা আর ২ নম্বর ইট দিয়ে মেম্বার নিজের মিস্ত্রি লাগিয়ে কাজ করতেছে। এই রাস্তা বেশিদিন টিকবে না। খালি সরকারের টাকা খরচ আর মেম্বারের জয়।”

এ বিষয়ে প্রকল্প সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হারুন-অর-রশিদ বলেন,

“কাবিটা প্রকল্পে ২ নম্বর ইট ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে তৎক্ষণাৎ ডাকা হচ্ছে। তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রকল্পটি সরেজমিন পরিদর্শন করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, নচেৎ নিম্নমানের কাজে সরকারী অর্থের অপচয় হবে বলে তারা আশঙ্কা করছেন।