কলমাকান্দায় পোস্টাল ব্যলট ও গণভোট সংক্রান্ত মতবিনিময় সভা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
কলমাকান্দায় পোস্টাল ব্যলট ও গণভোট সংক্রান্ত মতবিনিময় সভা

নেত্রকোণার কলমাকান্দায় মঙ্গলবার উপ-জেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা সভা কক্ষে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সংগে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মাসুদুর রহমান। 

পোস্টাল ব্যলট ও গণভোট সংক্রান্ত বিষয়ে উক্ত মতবিনিময় সভা করেছেন। এতে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাসুদুর রহমান মতবিনিময় সভায় কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সম্পাদক ওবায়দুল পাঠান সহ সাংবাদিক মো, ফখরুল আলম খসরু, জাফর উল্লা,আব্দুর রশিদ আকন্দ,  মো,জহিরুল ইসলাম মামুন,বিভাস সাহা, কামাল পাশা রীনা হায়াত ,লিয়াকত হোসেন,প্রণয় তালুকদার, কাজল তালুকদার,  এনামুল হক তালুকদার, কবিরন্জন সাহা ও জাহাঙ্গীর মজুমদার উপস্থিত  ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে