অভয়নগরে ট্রাকের চাপায় কৃষকের মৃত্যু, চালকসহ ট্রাক আটক

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৪ পিএম
অভয়নগরে ট্রাকের চাপায় কৃষকের মৃত্যু, চালকসহ ট্রাক আটক

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুরে কয়লা বোঝাই ট্রাকের চাপায় সালাম মোড়ল (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। নিহত সালাম মোড়ল উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত হারুন মোড়লের ছেলে। দূঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল(৩০ডিসেম্বার) সাড়ে ১১টায় উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা শাহিনপাড়া সংলগ্ন পাকা সড়কে।

 প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে শংকরপাশা শাহীনপাড়া সংলগ্ন সড়কে ট্রাকের চাপায় কৃষক সালামের মৃত্যু হয়। নিহত সালম মোড়ল শাহীনপাড়া পাকা সড়ক দিয়ে পায় হেঁটে নওয়াপাড়া বেঙ্গল গেটের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিকে থেকে আসা কয়লা বোঝাই চট্র মেট্রো-শ ১১-৩৬৮৬ ট্রাকটি কৃষক সালাম মোড়লকে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক ট্রাকটি ও চালককে আটক করে পুলিশ’কে খবর দেয়। পরে ঘাতক ট্রাক চালককে পুলিশের হাতে সোপর্দ করে। 

এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)এস এম নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাক (চট্র মেট্রো-শ ১১-৩৬৮৬) ও চালকে আটক করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে