যশোরের অভয়নগর উপজেলার রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োাজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রহমান, দেবাশীষ বৈরাগী, বিল্লাহ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলিয়ার রহমান।
এছাড়াও শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।