খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কাল ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

এফএনএস ডেস্ক | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৩ পিএম
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কাল ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে তিনি উপস্থিত থাকবেন।

বাংলাদেশে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধি জানাজায় যোগ দেবেন।

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

উল্লেখ্য, খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার পরে বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, “ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর শ্রদ্ধা জানাতে আসবেন। এটি দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্কের পরিচায়ক।” আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক গুরুত্বের প্রতিফলন।

আপনার জেলার সংবাদ পড়তে