সেনাবাহিনী সহায়তায় বদলেছে দুর্গম পাহাড়ের চিত্র

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম
সেনাবাহিনী সহায়তায় বদলেছে দুর্গম পাহাড়ের চিত্র

তিন পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার দুর্গম ভূয়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে একাধিক মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে ভূয়াছড়ি, কালুচোরা, ত্রিপুরাপাড়া ও কোজুইতলি পাড়াসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। পাশাপাশি শতাধিক হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও স্থানীয় জনগণের নিরাপদ চলাচলের সুবিধার্থে নদী পাড়ে সিঁড়ি নির্মাণ, অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ, সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ক্লাব নির্মাণ এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে একটি মন্দির পুনঃর্র্নিমাণ করা হয়।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর এসব উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও পাহাড়ি অঞ্চলের শিক্ষা, অবকাঠামো ও মানবিক সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী ও সাজেক ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমাসহ জনপ্রতিনিধিরা বলেন, দীর্ঘদিনের অবহেলিত এ জনপদে সেনাবাহিনীর উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে এনেছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের আস্থার প্রতীক।

বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের এসব উদ্যোগে সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকায় উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় এবং সচেতনরা।