খালেদা জিয়ার জানাজাকে ঘিরে জনসমুদ্র মানিক মিয়া অ্যাভিনিউয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:১৫ পিএম
খালেদা জিয়ার জানাজাকে ঘিরে জনসমুদ্র মানিক মিয়া অ্যাভিনিউয়ে

দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ বিদায়কে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন পরিণত হয়েছে মানুষের সমুদ্রে। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সামনে রেখে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই সেখানে ঢল নামে শোকাহত মানুষের। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ।

দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা এবং আশপাশের সড়কগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, খামারবাড়ি, ফার্মগেট, ধানমন্ডি ২৭ ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, লাখ লাখ মানুষ পায়ে হেঁটে জানাজাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, জানাজায় অংশ নিতে মেট্রোরেলে রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করছে।

মানুষের এই স্রোতের পেছনে রয়েছে গভীর আবেগ ও দীর্ঘ রাজনৈতিক স্মৃতি। সিরাজগঞ্জ থেকে পাঁচ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে আসা রিয়াজুল বাশার বলেন, “ভোরে বাসে রওনা দিয়েছি। গাবতলী থেকে শ্যামলী, এরপর ছেলেকে নিয়ে হেঁটেই জানাজায় এসেছি। কষ্ট হলেও প্রিয় নেত্রীর জানাজায় থাকতে পারছি, এটিই বড় পাওয়া।”

বরিশাল থেকে আসা ষাটোর্ধ্ব আব্দুল আহাদ মিয়া জানান, “তরুণ বয়সে একবার খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছিল। এত মানুষের জানাজা জীবনে আর দেখিনি।”

অতিরিক্ত জনসমাগমের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়ক বন্ধ রাখা হয়েছে, ফলে হাজারো মানুষ হেঁটেই জানাজাস্থলে যাচ্ছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানিয়েছেন, ভিড়ের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‌্যাম্প বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে।

ভিড় সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করা হয়, যেখানে গেট খোলার পরপরই লাখো মানুষ প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ ১০ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

জানাজা শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে