সাতকানিয়া উপজেলার বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলসদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভক্ত-অনুরক্তগণ দলে দলে এসব জানাযার নামাজে অংশগ্রহণ করেন। সাতকানিয়ার সবচেয়ে বড় গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে কেরানিহাট চত্বরে। বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন সাতকানিয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা মিজানুর রহমান। এতে দল-মত নির্বিশেষে কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলার আরও কয়েকটি জনপদে জানাযার নামাজের খবর পাওয়া গোছে। এসব জানাযার নামাজে স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন সমমনা দলের নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লী অংশ গ্রহণ করেছেন। তবে সিনিয়র নেতৃবৃন্দের অনেকেই ঢাকায় অনুষ্ঠিত জানাযায় অংশ গ্রহণের জন্য চলে গিয়েছেন বলে জানা গেছে। তাই জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি কম পরিলক্ষিত হয়েছে।
জানাযার নামাজের আগে জোহরের জামায়াতের পর উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ করা হয়।