ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৭ পিএম
ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় আলিফ পাগলা (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( ৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা উত্তর পাড়া রেল লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি ট্রেন  আলিফকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান।

নিহত আলিফ গোপালপুর উপজেলার কুমুল্লি গ্রামের কাদের মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

ঘটনার খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে  টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে অবহিত করে।

আপনার জেলার সংবাদ পড়তে