খালেদা জিয়া'র মৃত্যুতে খুলনা আইনজীবী সমিতির শোক সভা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
খালেদা জিয়া'র মৃত্যুতে খুলনা আইনজীবী সমিতির শোক সভা

বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে এক শোকসভা এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ২ টায় খুলনা জেলা আইনজীবী সমিতি উদ্যোগে সমিতির ১নং হলরুমে এ শোকসভার আয়োজন করা হয়। 

আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট আব্দুল্লা হোসেন বাচ্চু এর সভাপতিত্বে ও সমিতির সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদ, মশিউর রহমান নান্নু, শরিফুল ইসলাম জোয়ার্দার খোকন, এ কে এম শহিদুল আলম, তৌহিদুর রহমান তুষার, এটি এম মনিরুজ্জামান মুরাদ, এস এম মুজিবর রহমান, আবুল হোসেন হাওলাদার, মাহফুজুর রহমান মফিজ, ইমদাদুল হক হাসিব, জনি এড হালিমা আক্তার, ফজলে হালিম লিটন, মামুনুর রশিদ, মুনজিলুর রহমান, হাবিবুর রহমান মালি, বজলুর রহমান রাজা, শহিদুল ইসলাম সহ অন্যান্য আইনজীবী বৃন্দ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতির ইমাম জাহাঙ্গীর হোসেন।