রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বীজতলা ক্ষতি আশংকা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) :
| আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৯ পিএম
রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বীজতলা ক্ষতি আশংকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে চলমান তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। হিমেল বাতাস ও সূর্যের আলো না থাকায় অনেক বীজতলার চারা হলদে হয়ে যাচ্ছে, কোথাও কোথাও পচন ধরছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার নলকা, ধুবিল, ধামাইনগর ও ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ বীজতলায় স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান,কুয়াশার কারণে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না, ফলে চারা দুর্বল হয়ে পড়ছে। নলকা এলাকার কৃষক মোস্তফা বলেন, “এবার আগেভাগেই বীজতলা তৈরি করেছিলাম। কিন্তু কয়েক দিনের শীত ও কুয়াশায় চারা নষ্ট হওয়ার উপক্রম। যদি এমন আবহাওয়া আরও কিছুদিন থাকে, তাহলে নতুন করে বীজতলা তৈরি করতে হবে।” অন্যদিকে ধামাইনগর ইউনিয়নের কৃষক সোহরাব হোসেন জানান, বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করছেন অনেকে, তবে সব কৃষকের পক্ষে তা সম্ভব হচ্ছে না। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা গোলাম রব্বানী জানান,বীজ তলা রক্ষায় সকালের শিশির পরিস্কার করে প্রতি ১ লিটার পানিতে ৪ গ্রাম থিওভিট পটাশ ইউরিয়া মিশ্রণ করে কয়েক দিন পর পর স্প্রে করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বোরো মৌসুমে ১৯২৩০ হেক্টর জমিতে আবাদ হবে, “তীব্র শীত ও কুয়াশায় বোরো বীজতলার ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের বীজতলা ঢেকে রাখা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং প্রয়োজনে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”এদিকে আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে কৃষকের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে