বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

অজ্ঞাতনামা বাসের ধাক্কায় মো. মিলন (২২) নামের এক ভ্যান চালক মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায়। নিহত মিলন পার্শ্ববর্তী ডাসার উপজেলার বনগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুপুর একটার দিকে ঢাকাগামী বেপরোয়াগতির অজ্ঞাতনামা বাস পেছন থেকে ভ্যান চালক মিলনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি আরও বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘাতক বাসটি সনাক্ত করার চেষ্টা চলছে।