বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শৈলকুপা বাজারের জুয়েলার্স মালিকদের শোক প্রকাশ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শৈলকুপা বাজারের জুয়েলার্স মালিকদের শোক প্রকাশ

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর বাজারের জুয়েলার্স মালিকগন বুধবার সারাদিন দোকান বন্ধ রেখে গভীর শোক প্রকাশ করছে।

শৈলকুপা বাজার জুয়েলার্স সমিতির সাধারন সস্পাদক ষষ্ঠী কর্মকার বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই তিনি নেতৃত্ব দিয়েছেন। এমন নেতা আর জন্মাবে কি না সন্দেহ। আমরা আজ একজন অভিভাবককে হারালাম।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।