তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৫ পিএম
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

রংপুরের তারাগঞ্জে দল-মত নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫ টায় তারাগঞ্জ উপজেলা সদরের তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুসল্লিরা।

জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জানাজা উপলক্ষে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় ছিল শোকাবহ পরিবেশ।বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশ নেন।