ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রথম দিনে ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণি এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
বই উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার, বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এখন বাড়িতে গিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেবো এবং পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখবো। নতুন উদ্যম নিয়ে পড়াশোনা শুরু করবো। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আজ বই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।জেলায় ৪ হাজার ৭১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ লাখ ৩০ হাজার ৭৭৬টি নতুন বইয়ের চাহিদার সবগুলো বিতরণ করা হচ্ছে। মাধ্যমিকে ৯৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫ লাখ ৫ হাজার ৮০৯ টি বইয়ের চাহিদায় ৩৯ লাখ ১ হাজার ৫৮৯টি বই পাওয়া গেছে। যা চাহিদার তুলনায় ৬০ শতাংশ। বাকী বইগুলো এ মাসের মধ্যেই বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।