সিংড়ায় পথচারি শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৪:৩২ পিএম
সিংড়ায় পথচারি শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

সারা দেশের ন্যায় নাটোরের সিংড়ায় বেড়েই চলেছে শীতের দাপট। তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষেরা দুর্ভোগে পড়েছেন। এসব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মাঝে গভীর রাতে ও ভোরে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। নিম্ন আয়ের মানুষের খোঁজ খবর ও সমস্যা শুনে ব্যবস্থা নিচ্ছেন ইউএনও। বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার প্রায় আড়াই হাজার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। শীতবস্ত্র বিতরণ কালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ছাড়াও উপস্থিত থাকছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুন্ডু সহ প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রকৃত শীতার্ত ও পথচারিদের নিজ হাতে শীতবস্ত্র দিতে পেরে বেশ ভালো লাগছে। এই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার-আপনার সকলেরই দায়িত্ব।

আপনার জেলার সংবাদ পড়তে