পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে নানা উপায়ে চলছে পাখি শিকার। এ অঞ্চলের বিভিন্ন নদী-নালা,বিল আর কৃষি জমিতে একশ্রেণীর অসাধু ব্যক্তি নানাভাবে ফাঁদ পেতে কিংবা এয়ারগান দিয়ে দেশি-বিদেশি প্রজাতির পাখি শিকার করছে। ভোর থেকে সকাল পর্যন্ত জালসহ বিভিন্ন রকম ফাঁদ তৈরি করে কতিপয় পাখি শিকারী পাখি শিকার করে বিক্রি করছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে চাটমোহর উপজেলার ছাইকোলার একটি বিলে দুইজন পাখি শিকারী ফাঁদ পেতে বক পাখি শিকার করছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ শীত মৌসুমে শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে নানা প্রজাতির পাখি আসে চলনবিল অঞলে। বিলপাড়ের বিভিন্ন বাগানে,ঝোপঝাড়ে পাখি আশ্রয় নেয়। ঠিক এসময়েই তৎপর হয়ে ওঠে পাখি শিকারীরা। এ মৌসুমেও একই অবস্থা। শত শত সাদা বক,কানাবক,পানকৌড়ি,সারস,ডাহুক বিলে এসছে। নানাভাবে পাখি করা হলেও প্রশাসন কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছেনা। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাছের চৌধুরী জানান,পাখি শিকার একটি শাস্তিযোগ্য অপরাধ। কোন ব্যক্তি পাখি শিকার করলে তার এক বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা হতে পারে। তাই কোন ব্যাক্তি দেশি-বিদেশি প্রজাতির কোন পাখি শিকার করতে পারবে না। একই সাথে আটক রাখতে পারবে না। যদি এরকম কোন শিকারি কোন ব্যক্তির চোখে পড়ে তাহলে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জানালে শিকারিকে শাস্তির আওতায় আনা হবে।