মেলান্দহ মহিলা কলেজের প্রিন্সিপালের বিদায় সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ১ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ পিএম
মেলান্দহ মহিলা কলেজের প্রিন্সিপালের বিদায় সংবর্ধনা

জামালপুরের ঐতিহ্যবাহী মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের প্রিন্সিপাল খায়রুল ইসলামের বিদায় সংবর্ধনা ১ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও কলেজ গভর্ণিংবড়ির সদস্য এডভোকেট আমন ফেরদৌস এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপাধ্যক্ষ আশরাফ হোসেন লিচুর সভাপতিত্ব অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন-গভর্ণিংবড়ির সদস্য অধ্যাপক আব্দুল বারী, বিদায়ী অধ্যক্ষ খায়রুল ইসলাম, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, উপাধ্যক্ষ শামসুল আলম, ঘোষেরপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, কলেজ শিক্ষক জাকির হোসেন, আবু হাসান সিদ্দিক, হেলাল উদ্দিন, নাজরীন তাহমিনা, আফরোজা বেগম, নাছরিন বেগম, জিয়াউল ইসলাম, আশরাফ হোসেন, আমিনুল ইসলাম, ফরিদুল ইসরাম, ফাতেমা জান্নাত, সরোয়ার জাহান, হেফজুল বারী, নাংলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাকির হোসেন, চতুর্থ শ্রেণি কর্মচারি হাফিজুর রহমান, খলিলুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ৩০ বছর আগে জাহানারা লতিফ প্রতিষ্ঠালগ্নে নিয়োজিত শিক্ষকদের মধ্যে বিদায়ী অধ্যক্ষ খারয়রুল ইসলাম অন্যতম। সভায় কলেজ প্রতিষ্ঠার নানা প্রতিকূলতা, শিক্ষক-কর্মচারিদের সমস্যার দ্রুত সমাধান, কলেজের অভূতপূর্ব উন্নয়নে খায়রুল ইসলামের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে