রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ পিএম
রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই

নওগাঁর রাণীনগরে মারপিট করে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবকের মোটরসাইকলে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার ভোরে পুলিশ ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলা সদরের নিমাজ উদ্দীন শাহার তেলের মিলের কাছে এঘটনা ঘটে। যুবক আলমগীর উপজেলার চকমুনু পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল আলিম সরদারের ছেলে। আলমগীর হোসেন জানান,তার অটো টমটম গাড়ীতে থানা পুলিশ নিয়ে প্রায় রাতেই তিনি টহল ডিউটি করতেন। ডিউটি শেষে অটো টমটম গাড়ী থানায় রেখে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরতেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে থানায় মোটরসাইকেল রেখে সারা রাত পুলিশের সাথে টহল ডিউটি করেন। এর পর ভোর সোয়া পাঁচটা নাগাদ থানায় টমটমগাড়ী রেখে বাজাজ কোম্পানীর সিটি-১০০সিসি মোটরসাইকেল নিয়ে বাড়ী ফিরছিলেন। পথি মধ্যে উপজেলা পরিষদের পার্শ্বে নিজাম শাহার তেলের মিলের নিকট পৌছলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে। এসময় ৩/৪জন ছিনতাইকারী রাম দা ধরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের আটকের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে