রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) : হলফনামায় শিক্ষাগদ যোগ্যতা অস্টম, সম্পদ ২৬ লাখ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০২:৩১ পিএম
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) :  হলফনামায় শিক্ষাগদ যোগ্যতা অস্টম, সম্পদ ২৬ লাখ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে অস্টম শ্রেণি। মোট সম্পদের তথ্য দিয়েছেন ২৬ লাখ ১৫ হাজার টাকা। তার বিরুদ্ধে কোান মামলার বিষয়ে উল্লেখ করা হয়নি। ১০০ টাকা ও ২৫ টাকার স্ট্যাম্পে আবদুস সালাম সুরুজের স্বাক্ষরিত ১২ পৃষ্টার হলফনামার বিবরণীতে কৃষি ও ব্যবসা খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ৪ লাখ টাকা। ৪১ বছর ৭ মাস ১৫ দিন বয়সি আবদুস সালাম সুরুজ রাজশাহী-৬ বাঘা-চারঘাট) আসনে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি স্বর্ণ ১০ ভরি ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা দিখিয়েছেন। আবদুস সালাম সুরুজ বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেদান আলী ও সোনাভান বেগম দম্পতির ছেলে। স্ত্রী রুবিনা বেগম। আবদুস সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী এবং জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি।