রাজশাহী-৬ আসন : চাঁদের হলফনামায় সম্পদ সাড়ে ৩২ লাখ, মামলা ৫৩টি

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম
রাজশাহী-৬ আসন : চাঁদের হলফনামায় সম্পদ সাড়ে ৩২ লাখ, মামলা ৫৩টি
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের হলফনামায় মোট সম্পদের তথ্য দিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মামলা ৫৩টি মামলা। এরমধ্যে ৪৪টি মামলায় খালাস পেয়েছেন। ৯টি মামলা বিচারাধিন রয়েছেন। ১১ পৃষ্টার হলফনামার বিবরণীতে আবু সাঈদ চাঁদ কৃষি ও ব্যবসা খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা। ৬৮ বছর ১১ মাস ২৮ দিন বয়সি আবু সাঈদ চাঁদ রাজশাহী-৬ বাঘা-চারঘাট) আসনে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামা অনুযায়ী আবু সাঈদ চাঁদের নামে দায়ের হওয়া ৫৩টি মামলার মধ্যে ৪৪টি মামলায় ধাপে ধাপে অব্যাহতি পেয়েছেন। তার নগদ অর্থ রয়েছে ৪ লাখ টাকা। ২০২৩ সালে ডিজিটাল আইনে সারা দেশে তার নামে মামলা হয় ২৪টি। রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকারের সময়ে এ মামলায় খালাস পেয়েছেন। আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের মরহুম সাত্তার প্রামানিক ও আশরাফুন্নেছা দম্পতির ছেলে। স্ত্রী মরহুম আলো আক্তার। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, পেশা: কৃষি ও ব্যবসা।
আপনার জেলার সংবাদ পড়তে