চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৩:২০ পিএম
চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, স্কুলশিক্ষক ও আওয়ামীলীগ নেতা মো. আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, স্কুলশিক্ষক ও  আওয়ামীলীগ নেতা মো. আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো.গোলাম সারওয়ার হোসেন জানান,আকতার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা আদালতের মাধ্যমে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে