শেরপুর পৌর কবরস্থানে স্থানান্তরযোগ্য ছাতা হস্তান্তর

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ এএম
শেরপুর পৌর কবরস্থানে স্থানান্তরযোগ্য ছাতা হস্তান্তর

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ শেরপুর পৌর কবরস্থানের জন্য একটি স্থানান্তরযোগ্য ছাতা হস্তান্তর করেছে পৌর কর্তৃপক্ষের কাছে। আজ ২ জানুয়ারী শুক্রবার বাদ জুমা চাপাতলী পৌর কবরস্থানে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতন শেরপুর পৌরসভার পৌর প্রশাসনিক কর্মকর্তা আবু লায়েস মোহাম্মদ বজলুল করিমের কাছে এটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, আজকের তারুণ্যের রাসেল মিয়া, নাঈম মিয়া, মো. রবিউল ইসলাম অপু, মো. আলামীন ইসলাম অপু, কবরস্থানের কেয়ারটেকার মানিক মিয়াসহ এলাকার আরো অনেকেই। ছাতা হস্তান্তর শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবক ও শিক্ষক মো. শামীম মিয়া। আজকের তারুণ্যের সভাপতি মো. রবিউল ইসলাম রতন এ প্রতিবেদককে বলেন, বর্ষা মৌসুমে চাপাতলী পৌর কবরস্থানে কবর খনন ও লাশ দাফন করতে খুবই সমস্যার মুখোমুখি হতে হয়। বৃষ্টির মধ্যেও যাতে কবর খনন কাজ এবং লাশ দাফনের প্রক্রিয়াটি সহজতর হয় এ জন্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আশা করছি স্থানান্তরযোগ্য এ ছাতাটি বর্ষা মৌসুমে কবর খনন ও লাশ দাফনের কাজে অনেক উপকার দেবে।