আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামাত মনোনীত প্রার্থী আলহাজ মাও. মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটারিং কর্মকর্তা ইউসুপ আলী। ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে এই ঘোষণা দেয়া হয়। মুহুর্তেই খবরটি ভাইরাল হলে হইচই পড়ে যায়। এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ব্যাপারে জামাত প্রার্থী মুজিবুর রহমান আজাদী জানান-আমার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।