এলপিজির নতুন মূল্য নির্ধারণ আজ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ১২:০১ এএম
এলপিজির নতুন মূল্য নির্ধারণ আজ

চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ (৪ জানুয়ারি) ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি)  এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। তবে বাজারের দর ছিল সম্পূর্ণ ভিন্ন।

আপনার জেলার সংবাদ পড়তে