সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫ ঘোষণা

পদক পাবেন সাংবাদিক রাকিবুল হাসান রুবেল খাজা উসমান খাঁ

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০৫ পিএম
পদক পাবেন সাংবাদিক রাকিবুল হাসান রুবেল খাজা উসমান খাঁ

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চারটি ক্ষেত্রে ‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫’ ঘোষণা করা হয়েছে। কিছু দিনের মধ্যে এবার আট গুণী ব্যক্তিত্বকে এই অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে। শনিবার (৩ জানুয়ারী) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরী এর সেমিনার রুমে "খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫" এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বৈশাখী টেলিভিশনের ও এফএনএস ময়মনসিংহ জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রুবেলসহ ৮ গুনি ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-এর সহ-সভাপতি ও এসিক এসোসিয়েশনের সভাপতি কবি মো. নূরুল আবেদীনের সভাপতিত্বে ৮ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড ঘোষণা করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন। স্বাগত বক্তব্য দেন,  সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, আরো বক্তব্য রাখেন, অ্যাওয়ার্ড কমিটির সদস্য ও ইলেক্টর ডা. হিউবার্ড চক্রবর্তী, ইলেক্টর বাহার উদ্দিন, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল গফুরসহ গৌরীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শুরুতেই সফল সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, প্রয়াত পেন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে সাংবাদিক শাহ আলম ভূ’ঁইয়া, সমাজসেবী জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল মান্নান, সাহিত্যিক আজম জহিরুল ইসলাম, অধ্যাপক কাজী এম. এ মোনায়েম, কৃষি যন্ত্রপাতি উদ্ভাবক কেনু মিস্ত্রি, সমাজসেবী রাধাচরণ সাহা রায়, বিবেক সম্রাট গৌরাঙ্গ আদিত্য, সাংবাদিক ফকরুল হক, অধ্যাপক যতীন সরকার এবং ইলেক্টরদের মধ্যে সদ্য প্রয়াত রইছ উদ্দিন, প্রয়াত স্বপন ভদ্র তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আন্তরিকভাবে সবাই উঠে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করলেন। চারটি ক্ষেত্রের মধ্যে শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যের জন্য নির্বাচিত হয়েছেন ৪ জন-কুমিল্লা জেলার জীবন্ত কিংবদন্তী, বিখ্যাত টেলিভিশন, চলচিত্র ও মঞ্চ অভিনেতা আজিজূল হাকীম, গোপালগঞ্জ জেলার কবি, লেখক, গবেষক অবসরপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আলী খান, কিশোরগঞ্জ জেলার কবি ও সাহিত্যিক শামীম আরা জামান, নেত্রকোনা জেলার সাংবাদিক, সাহিত্যিক, সম্পাদক ও প্রকাশক মো. আবু ইমরান ছিদ্দিকি রুবেল। সাংবাদিকতা ও আলোকচিত্রের জন্য নির্বাচিত হয়েছেন ২ জন। তাঁরা হলেন, বৈশাখী টেলিভিশন ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. রাকিবুল হাসান রুবেল ও দৈনিক কালের কন্ঠ ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার কৃষি গবেষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. হমায়ুন কবীর, (ডিএই, কৃষি মন্ত্রণালয়, ঢাকা।) এবং সমাজসেবায় জামালপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মো. রুকনুজ্জামান। অ্যাওয়ার্ড কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, ক্রিয়েটিভ এসোসিয়েশন ও এসিক এসোসিয়েশন এর সহযোগিতায়  সমাজের উল্লেখযোগ্য অবদানের জন্য এক বছর অন্তর অন্তর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই মাসে ”খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫”প্রকাশ করার পর এপ্রিল মাসের যে কোনো একদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে "খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৩ ও ২০২৫" এর  রৌপ্য ফলক বা সিলভার কয়েন সম্বলিত ঘোড়ার উপর বীরযোদ্ধার প্রতিচ্ছবির আকৃতির পদক বা ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেটসহ মোট ১৫জন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। তিনি আরও বলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত “দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড”নামে সংগঠনটি  তিনটি লক্ষ্য নিয়ে কাজ করেছে- ঐতিহাসিক কেল্লা বোকাইনগর অধিপতি ঈশা খাঁর অনুগত রোমান্টিক হিরো খাজা উসমান খাঁর নামে এই অ্যাওয়ার্ড এর আয়োজন করা হয়। পেন অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে ময়মনসিংহের গেীরীপুর উপজেলায় রোমান্টিক হিরো খাজা উসমান খাঁর ইতিহাস অবহিত করা, ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা ও সমৃদ্ধ করা,. ইলেক্টোরাল ভোটিং সিস্টেম প্রবর্তন ও পরীক্ষামূলকভারে এর প্রয়োগ ও সাফল্য এবং ইলেক্টোরাল ভোটের ফলাফলের মাধ্যমে অ্যওয়ার্ড বিজয়ীদের ঘোষনা, বৃহত্তর জেলাগুলোতে কোন বিশিষ্টজন উল্লেখিত চার বা একাধিক ক্ষেত্রে প্রশংসনীয় বিশেষ অবদান রেখেছেন তাদের নিকট থেকে প্রোফাইল সংগ্রহ করে ইলেক্টোরাল ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষনা করা।