নকলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৮ পিএম
নকলায়  জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

শেরপুরের  নকলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-পালিত হয়েছে।  শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। নকলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান দেওয়ান গোলাম মাসুম, উপজেলা প্রকৌশলী মো. সামছুল হক রাকিব। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে