মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রায় দুই শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় শ্রীমঙ্গল থানা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী মিসেস সায়মা বেগম। তিনি শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শীতের তীব্রতা বাড়তে থাকায় সমাজের অসহায় ও দরিদ্র মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। সেই মানবিক দিক বিবেচনায় রেখে পুনাকের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত অসহায় মানুষজন সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে জানানো হয়, মৌলভীবাজার জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।