ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়কমোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও-পাগলা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহফুজুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলছুর রহমানের যৌথভাবে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক শিল্প সম্পাদক মোজাম্মেল হক মৃধা, গফরগাঁও উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ গফুর হাসান ও পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম বিপ্লব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান, বিএনপি নেতা আনিসুর রহমান, সাইফুল ইসলাম বাদল, নজরুল ইসলাম চুন্নু ও মনিরুজ্জামান অরুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, হুমায়ুন কবির রওশন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নবী হোসেন, ডাঃ মোঃ ইউসুফ, মইনুল হোসেন রুবেল, শফিউল আলম পলাশ, পাগলা থানা জাসাসের আহ্বায়ক অধ্যাপক নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল মিয়াসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ছাত্র- জনতা উপস্থিত ছিলেন।