আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুইদিনের যাচাই-বাছাইতে জেলার ছয়টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুইদিনের বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা হলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মেহেদী হাসান রাসেল সরদার, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী ) আসনে উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মুফতি সৈয়দ এছহাক মো. আবুল খায়ের এবং বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।