নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয় পাঁচশো বিশ পরিবার। ওই ৫২৩ পরিবারের মাঝে সরকারের দেয়া ১০ লাখ টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজন ছিল চেক বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ লুৎফর রহমান, কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমানসহ অনেকে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে তিন ক্যাটাগরিতে চেক প্রদান করা হয় এমন কথা বললেন প্রকল্প কর্মকর্তা। সরকারের অনুদান পেয়ে কিছুটা হলেও পরিবারগুলো উপকৃত হলেন। এমন কথা জানালেন ওই এলাকার সচেতন ব্যক্তিবর্গ।