জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৪:১৮ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৪:১৮ পিএম
জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি দোকানে চা বিক্রি করতেন। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিহত ওই ব্যক্তিবাড়ি থেকে বের হয়ে পরে আর  বাড়ি ফেরেননি। শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ দেখে ডাকচিৎকার শুরু করে। পরে এলাকার লোকজন  ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, ‘রাতের খাবার খেয়ে তার স্বামী আগুন পোহানোর কথা বলে বের হয়ে ছিলেন। পরে আর বাড়ি ফেরে আসেননি। এব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।