গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম
গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক প্রধান মন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চারটায় রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা ও কাউন্সিলর আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন , রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, ভোলাহাট উপজেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএনপি সাবেক নেতা আব্দুল জব্বার, ডঃ মফিজ উদ্দিন, নাচোল উপজেলা বিএনপির সাবেক নেতা নুর কামাল, দুরুল হোদা, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা  আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, বিএনপি নেতা ইয়াসিন আলী সরদার, মুক্তারুল হক সুমন, আতাউর রহমানসহ অন্যরা। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।