ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ পিএম
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ৫ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) ময়মনসিংহ ডিসি অফিসের সম্মেলন কক্ষে শুরু হয় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের যাচাই-বাছাই কার্যক্রম। আসনটিতে মোট ১৫ জন ক্রয় করে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৫ জনের বাতিল এবং ৭ জনের মনোয়ন বৈধ হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মোঃ সাইফুর রহমান ঘোষিত মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র মতিউর রহমান , ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি, সম্পদের হলফনামার তথ্য সঠিক পাওয়া যায়নি। স্বতন্ত্র- (বিএনপি) মুশফিকুর রহমান, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি এবং অঙ্গিকারনামায় স্বাক্ষর নেই। স্বতন্ত্র- (বিএনপি) এ. বি সিদ্দিকুর রহমান , ঋণখেলাপী ও ১ % ভোটারের সমর্থন পাওয়া যায়নি। স্বতন্ত্র (বিএনপি) এডভোকেট আল ফাত্তাহ খান, ১% ভোটারের সমর্থন পাওয়া যায়নি। স্বতন্ত্র- (বিএনপি) আলমগীর মাহমুদ আলম, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল, বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ  আক্তারুজ্জামান বাচ্চু, গণসংহতির আন্দোলনের শামসুল আলম, জাতীয় পার্টির আল আমীন সুহান, এলডিপির মাহবুব মুর্শেদ, কমিউনিস্ট পার্টি- সিপিবি এডভোকেট সাইফুস সালেহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী হাবিবুল্লাহ বেলালী। রিটার্নিং কর্মকর্তা আরো জানিয়েছেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে