শুধু সামান্য একটা নির্বাচন আমাদের কার্যক্রমে সীমাবদ্ধ নয়: শেখ জয়নাল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ পিএম
শুধু সামান্য একটা নির্বাচন আমাদের কার্যক্রমে সীমাবদ্ধ নয়: শেখ জয়নাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও চাঁদপুর ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, আমরা আল্লাহর জন্য কাজ করি, যতদিন পর্যন্ত এই জমিনে জুলুম নির্যাতন সুদ ঘুষ চাঁদাবাজি দুর্নীতি সহ রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। শুধু সামান্য একটা নির্বাচন আমাদের কার্যক্রমের সীমাবদ্ধ নয়।এটা আমাদের বিশাল কর্মযজ্ঞের অংশবিশেষ। তাই আসন সমঝোতা বিলম্ব হওয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছুটা ধারাবাহিক কাজের ঘাটতি দেখা দিয়েছে এটা আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য মোটেও ঠিক হবেনা। যেহেতু দিন বিজয়ের বিশাল পথ চলায় এখন আমাদের সামনে জাতীয় নির্বাচনের কর্মসূচি এসেছে তাই,  জাতীয় নির্বাচনে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং জান মালের নজরানা পেশ করে দেশের খেটে খাওয়া বঞ্চিত সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আশিকাটি ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দীর্ঘ ৫৪ বছর মানুষ যে ধোঁকাবাজির রাজনীতি দেখেছে অর্ধশতাধিক বছর পর হলেও মানুষ তাদের ধোকার বিষয়টা বুঝতে সক্ষম হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে তারা সৎ যোগ্য আমানতদার ব্যক্তিদেরকে অভিভাবক হিসাবে নির্বাচিত করার জন্য প্র-‘তি গ্রহণ করছে। তাই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলে আমাদেরকে প্রত্যেকটা ভোটারের কাছে বারবার যেতে হবে এবং সাথে সাথে মনে রাখতে হবে বর্তমানে আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম নির্বাচনী আচরণ বিধি মেনেই করতে হবে।সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। ২ নং আশিকাটি ইউনিয়নের সভাপতি মো. মাসুদ গাজীর সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয় আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়েতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন। আন্দোলনের সাবেক অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি মো. নাসির উল্লাহ বাহাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।