কুষ্টিয়ার দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাকপ্রস্তুতি হিসেবে ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থী ও গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই আসনে দাখিলকৃত ৮ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই করে উপজেলা বিএনপি'র সভাপতি, সাবেক সংসদ সদস্য'ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী উপাধ্যক্ষ মাও মোঃ বেলাল উদ্দীনসহ ৬জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।এসময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা'র জমাকৃত মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি গিয়াস উদ্দিনের মনোনয়ন পত্রের সঙ্গে হলফনামা না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।