চৌমুহনীতে হাসপাতালে হামলার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার না করা ও এই ধরনের নেক্কার জনক ঘটনার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি রোববার দুপুরে চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়োগষ্টিক এন্ড ওনার্স এসোসিয়েশান ও এপেক্স কেয়ার হসপিটালের যৌথ উদ্যেগে এ মানবন্ধন করা হয়। অভিযোগে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সন্ধায় চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর রাবেয়া হাসপাতাল (প্রাঃ) একদল সন্ত্রাসী লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকজনকে জিম্নী করে ভাঙচুর, লুটপাট করে। প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কতৃপক্ষের দাবি। এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় তোফাজ্জল হোসেন ফারুক সহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু নাছের তার বক্তব্যে বলেন কিছুদিন ধরে চৌমুহনী সহ বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা কয়েকটি হাসপাতালে হামলা চালিয়ে বহু ক্ষয়ক্ষতি করেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা আতঙ্কে রয়েছে। এর প্রতিবাদে উর্দ্ধতন মহলের নিকট অভিযোগ ও নিরাপত্তার দাবি জানানো হয়। অদ্যবদি কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। একারনে সারাদেশে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।