বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাবতলী পৌর নাগরিক সমাজের আয়োজনে দোয়া ও নাগরিক শোকসভা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,৪২-বগুড়া-৭ (গাবতলী শাজাহানপুর) আসনের বিএনপি মনোনীত এয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ধানের শীষের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র মোঃ মোরশেদ মিল্টন।