ঝালকাঠিতে মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ পিএম
ঝালকাঠিতে মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
প্রতিকী ছবি

এশার নামাজের সময় সিজদারত অবস্থায় একজন মুসল্লির মৃত্যু হয়েছে।  ৩ জানুয়ারি, শনিবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালি বাজার মসজিদে আবুল হোসেন তালুকদার (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত আবুল হোসেন তালুকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান আবুল হোসেন। পরে এশার নামাজের সময় হলে তিনি কুমারখালি বাজার মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজের একপর্যায়ে সিজদাহ থেকে আর না ওঠায় এবং দীর্ঘক্ষণ নিথর হয়ে পড়ে থাকতে দেখে মুসল্লিদের সন্দেহ হয়। নামাজ শেষে কাছে গিয়ে তারা বুঝতে পারেন তিনি ইন্তেকাল করেছেন।

পরিবার জানায়, আবুল হোসেন অত্যন্ত শান্ত ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। সারা দিন কৃষিকাজ ও ধান কাটার কাজে ব্যস্ত থাকলেও নামাজের বিষয়ে তিনি ছিলেন যত্নশীল। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।  সূত্র:  বাংলাভিশন