কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের উপর হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক সম্রাট বিপ্লব রহমান বিপুসহ মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে মাদক কারবারিদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চালায়। সেখানে তারা দেখতে পায়, পলাশসহ কিছু মাদক কারবারী মাদক নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ তাদের ধরতে গেলে, তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি মারতে থাকে। এসময় পুলিশের কনস্টেবল মো: আলী উজ্জামান কে হত্যার উদ্দেশ্যে লাইট দিয়ে মাথায় গুরুতর আঘাত করায় হয়। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে এবং ৫টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এ এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। যার নং ০২, তারিখঃ ০৩/০১/২৬, ধারা:১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৩/৩২৬/৩০৭ /৫০৬/৩৪ পেনাল কোড। এরপর থেকেই আসামিদের গ্রেফতার করার লক্ষ্যে সাঁড়াশি অভিযান শুরু করে ভেড়ামারা থানা পুলিশ। পরে গ্রেফতার করা হয় মওলাহাবাসপুর মহলদারপাড়ার শরীফ মহলদার'র পুত্র মাদক সম্রাট বিপ্লব রহমান ওরফে বিপু (৩০), মৃত ফজলুর রহমান'র স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীন (৫৬), মাদক সম্রাট পলাশের স্ত্রী সন্ধ্যা খাতুন(৩০)।