হাদি হত্যার বিচারের দাবিতে লক্ষ্ণীপুরে সড়ক অবরোধ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৪ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে লক্ষ্ণীপুরে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্ণীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন লক্ষ্ণীপুর-ঢাকা মহাসড়কের ঝুমুর চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতাকে ‘হাদি হাদি, আজাদী আজাদী’, ‘হাদি হত্যার বিচার করতে হবে’, ‘আপস না সংগ্রাম’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর বিচার কর’-এমন নানা স্লোগান দিতে দেখা যায়। পরে আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, হাদি এক দ্রোহ ও সংগ্রামের প্রতীক। তার হত্যার রহস্য উদঘাটন করতে হবে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় তারা হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন।প্রতিনিধি  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্ণীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন লক্ষ্ণীপুর-ঢাকা মহাসড়কের ঝুমুর চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতাকে ‘হাদি হাদি, আজাদী আজাদী’, ‘হাদি হত্যার বিচার করতে হবে’, ‘আপস না সংগ্রাম’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর বিচার কর’-এমন নানা স্লোগান দিতে দেখা যায়। পরে আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, হাদি এক দ্রোহ ও সংগ্রামের প্রতীক। তার হত্যার রহস্য উদঘাটন করতে হবে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় তারা হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন।