উত্তরারঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্বত্রে বিরাজ করছে পৌষের তীব্র ঠান্ডা। ঠান্ডার তীব্রতায় এখানকার মানুষসহ প্রাণীকূল থরথর কাঁপছে। সোমবার যেন সর্বোচ্চ ঠান্ডা গ্রাস করে এ জনপদকে। রাত থেকে পরদিন সারাদিনেই এখানে সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পড়ে কুয়াশা এখানে তীব্র ঠান্ডা নেমে আনে। ঠান্ডাকাতর হয়ে পড়ে এখানকার শিশু বয়োবৃদ্ধসহ সর্বশ্রেণির মানুষ। শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগ কাশি-সর্দিসহ কোল্ড ডায়রিয়ায়। উপজেলা সীমান্তঘেঁষা নন্দীরকুটি গ্রামের মৌমিতা মজুমদার জানান, তার শিশু সন্তান কোল্ড ডায়রিয়া আক্রান্ত হয়েছে। তার অবস্থা গুরুতর। এছাড়াও ঠান্ডার তীব্রতায় এখানে ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডা জনিত রোগ সর্দি, কাশি ও ডায়রিয়ার প্রাদুর্ভাব। শিশু,বয়ো বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ আক্রান্ত হচ্ছে এ রোগে। স্ট্রোকের খবরর পাওয়া যাচ্ছে। স্থানীয় সরকারি হাসপাতাল, কমিউিনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামাঞ্চলের হাট বাজারের পল্লী চিকিৎসা কেন্দ্র গুলোতে সর্দি-কাশি ও কোল্ড ডায়রিয়ায় রোগীর ভিড় বাড়ছে। এখানে প্রায় প্রতিটি ঘরে এ রোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।