নওগাঁর পোরশায় সিলিন্ডারসহ গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন সিলিন্ডারের দোকানে ১৩ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার নিতপুর কপালীর মোড় ও সরাইগাছি মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা: নাবিলা ফেরদৌস। সংশ্লিষ্টরা জানান, গ্যাসের স্বাভাবিক দামের চেয়ে অতিরীক্ত দাম আদায় করছে জেনে নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় তিনি সোমবার দুপুরে সরজমিনে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এতে সত্যতা পেয়ে তিনি তাৎক্ষনিক নিতপুর কপালীর মোড়ে ৩টি মুদি দোকান, সরাইগাছি মোড়ের ৩টি দোকানে ১৩হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় তিনি গ্যাস বিক্রিতে সরকার নির্ধারীত দামের অতিরীক্ত দাম না নেয়ার জন্য ব্যবসায়ীদের শতর্ক করেন। কেউ অতিরীক্ত অর্থ আদায় করলে তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য তিনি বলেন।