বাগমারায় পলিথিন পরিহার ও পাটজাত মোড়ক ব্যবহারে লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম
বাগমারায় পলিথিন পরিহার ও পাটজাত মোড়ক ব্যবহারে লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত
“পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন চালের আড়ত, পেঁয়াজ ও রসুনের আড়তে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী চারটি দোকানের মালিককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নাদিম আক্তার। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বাগমারা থানার পুলিশ সদস্যরা। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, পরিবেশ সুরক্ষা ও পাটশিল্পকে উৎসাহিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে