হাকিমপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১৯ পিএম
হাকিমপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪'তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের ভাঃ অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল।  এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক/শিক্ষার্থীরা।  উপজেলায় অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ গ্রহণ করে। আগামী ৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলার বিভিন্ন ইভেন্টের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে