ঈদগড়ের পাহাড় থেকে অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৩ পিএম
ঈদগড়ের পাহাড় থেকে অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার

রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের একটি গহীন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ জানায়, রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ‘আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া’ নামক একটি দুর্গম ও গহীন পাহাড়ি এলাকায় কিছু অসাধু ব্যক্তি গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল ভোরে ওই আস্তানাটি ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে  অস্ত্রের কারিগররা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান শেষে সকাল সাড়ে ৮টায়  আস্তানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি তাজা রাইফেল ও ৪টি শটগানের খালি খোসা, বন্দুকের ২টি বাট, ৩টি ট্রিগার বক্স এবং ৬টি লম্বা পাইপ, ১টি হাওয়ার ও ১টি শান দেয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, বাটাল, করাত ব্লেড এবং ৭টি ছোট-বড় রেতসহ অসংখ্য যন্ত্রাংশ।  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, এ ঘটনায় রামু থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে । 

আপনার জেলার সংবাদ পড়তে