'গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার'

ময়মনসিংহে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম
ময়মনসিংহে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এটা একটা বড় সমস্যা-নির্বাচনে যারা অংশ নিতে চায়, তাদের প্রার্থীতা যদি অকারণে বাতিল হয়, তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা সুষ্টি হয়। যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তাদের একটা বিরাট অংশ হলো যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যে বিধি নিষেধ যে, এক শতাংশ ভোটের স্বাক্ষর থাকতে হবে। এটা অযৌক্তিক। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে বলেছিলাম শুধু পাঁচশো ব্যক্তির স্বাক্ষর যেন বাধ্যবাধকতা সৃষ্টি হয় এবং এই স্বাক্ষরগুলো যেন হলফনামার মাধ্যমে দেওয়া হয়। এর মাধ্যমে একটা খেলা-খেলা বা জালিয়াতির সুযোগ পায়। সোমবার দুপুরে নগরীর নতুন বাজার একটি রেস্টুরেন্টের হল রুমে সুজন জেলা ও মহানগর শাখা আয়োজিত 'গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার'- শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৫-১৬ বছরে ব্যাপক দলীয়করণের কারণে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী দলীয় সদস্যে পরিণত হয়েছে। এ থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয় বলে মনে করেন তিনি। তবে তিনি আশা করেন, অন্তবর্তী সরকার ও নির্বাচন কমিশন নিশ্চিত করবে যাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে। সংলাপে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা অংশ নেন। এসময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বেকারত্ব দূরিকরণে কর্মসংস্থান, ময়মনসিংহ শহরের যানজট নিরসন, সংস্কৃতির বিকাশ, ঘুষ-দুর্নীতি ও হয়রানী বন্ধ, নগরে সড়ক বৃদ্ধি, খেলার মাঠ বাড়ানো, পরিকল্পিত নগরায়ন, নারী বন্ধব পরিবেশ, কৃষিখাতে সিন্ডকেট ভাঙাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া গণভোট নিয়ে প্রার্থীদের অবস্থানের কথাও জানান। এসব নিয়ে সংলাপে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হলে সমস্যা-সমাধানের আশ্বাস এবং নির্বাচনী ইশতেহারেও এসব বিষয় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন। বিভাগীয় সংলাপ অংশ নেন ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, জামায়াতের প্রার্থী কামরুল আহসান এমরুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, গণ সংহতি আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজিব, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোস্তাক আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী লিয়াকত আলী, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সুজন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফসহ ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর , শেরপুর ও কিশোরগঞ্জ সুজনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।