খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন। এ সময় ব্রিগেডের ব্যবস্থাপনায় মোট ৪১টি (একচল্লিশ) শীতবস্ত্র (কম্বল) অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ কার্যক্রমের জন্য স্থানীয় জনগণ ২০৩ পদাতিক ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।