কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা ও আদাবাড়িয়ার মাঠ থেকে ৪ টা গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়েছে রোববারদিবাগত রাতে। দৌলতপুর উপজেলা বিএডিসির উপ সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রশেচ) মো: মমিনুল ইসলাম জানান রোববার দিবাগত রাতে শেহালা মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে মমিরুল ইসলামের স্কিম থেকে ৩ টা ও আদাবাড়িয়ার জাকারিয়া স্কিম থেকে ১ টি সহ মোট ৪ টি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় সংঘ বদ্ধ চোরেরা। এ ব্যাপারে সোমবার দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।