গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ পিএম
গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম সরদার। প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সাবেক ভিপি ইমদাদুল হক মাসুদ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন, সহ সভাপতি মোসাদ্দেক হোসেন তুষারসহ অন্যরা।আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।